১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ| ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি| রাত ১১:১৬| গ্রীষ্মকাল|

ত্রিশালের ইউএনও হিসেবে যোগ দিলেন জুয়েল আহমেদ, চাইলেন সকলের সহযোগিতা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩,
  • 58 বার

ময়মনসিংহের ত্রিশালে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন জুয়েল আহমেদ। যোগ দেয়ার পরপরই তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রথম অফিস করেন। উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এক প্রতিক্রিয়ায় সদ্য যোগ দেয়া এ নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতায় ও পরিশ্রমে ত্রিশালকে স্মার্ট বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলবো।

৩৪তম বিসিএস ক্যাডারের জুয়েল আহমেদ সহকারি কমিশনার হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি মানিকগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) হিসেবে সুনাম ও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহের যোগ দেয়ার আগে তিনি ঢাকা ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত এক পত্রে ময়মনসিংহ বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য পত্র জারি করেন।

এদিকে গত ২৮মার্চ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জুয়েল আহমেদকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের বাবা মো: ফজলুর রহমান রণাঙ্গণের এক বীর যোদ্ধা। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

সংসার জীবনে জুয়েল আহমেদ এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ