গাজীপুরের শ্রীপুর টুরিস্ট যুব উন্নয়ন সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারে আগত টুরিস্ট যুব উন্নয়ন সমিতির সদস্য ও শ্রীপুর বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ।
শ্রীপুর টুরিস্ট যুব উন্নয়ন সমিতির সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, ঢাকাপোস্ট পত্রিকার জেলা প্রতিনিধি শিহাব খান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক সরেজমিন বার্তার শ্রীপুর প্রতিনিধি জুনায়েদ আকন্দ, বাংলা টিভির প্রতিনিধি শেখ সুমন, শ্রীপুর টুরিস্ট যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক হিজবুল বাহার, উপদেষ্টা সিদ্দিকুর রহমান খান বাদল, তায়েব হোসেন, হারুর অর রশিদ, শ্রীপুর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আমানুল ইসলাম, কোষাধ্যক্ষ সারোয়ার হোসেনসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে শ্রীপুর টুরিস্ট যুব উন্নয়ন সমিতির আগামী কার্যক্রমের দিকনির্দেশনা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির কার্যাবলি আরো গতিশীল করতে সভায় সর্বসম্মতি গ্রহন করা হয়।