১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ| ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি| বিকাল ৩:৩৪| গ্রীষ্মকাল|

শ্রীপুরে বসতভিটা দখলচেষ্টার প্রতিবাদে নারীর মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, আগস্ট ১৩, ২০২২,
  • 48 বার

গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় বসতভিটার জমি জবরদখল চেষ্টার অভিযোগে এক নারী তার স্বজনদের নিয়ে মানববন্ধন করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মীর সিরামিকস কারখানার পাশে মানববন্ধন করে তারা।

মার্জিয়া আক্তার নামে ওই নারী মাওনা উত্তরপাড়া এলাকার আব্দুল বাতেনের স্ত্রী ও জমুর উদ্দিনের কন্যা। অভিযুক্ত তোফায়েল আহমেদ ভূইয়া ঢাকার মিরপুর এলাকার মৃত সালামত উল্লাহ ভুঁইয়ার ছেলে।মার্জিয়া আক্তার বলেন, তাঁর স্বামী থেকে হেবামূলে এবং পরিবারের অপর সদস্যদের নিবন্ধিত পাওয়ারমূলে তিনি তাদের বসতভিটার ১৭ শতক জমির মালিক হন। যাদের হেবা এবং পাওয়ারমূলে জমির মালিক হন তারা পৈতৃকসুত্রে মালিক ছিলেন।

কোন প্রকার হুমকি বা আতঙ্ক ছাড়াই তারা সপরিবারে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন।বসতবাড়ীতে ভাড়াটিয়াদের কাছে ঘর ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। ১৬টি আবাসিক ঘর এবং ৬টি দোকানও রয়েছে সেখানে। কিন্তু অতি সম্প্রতি অভিযুক্ত তোফায়েল আহমেদ ভাড়া করা লোকজন নিয়ে তার বসতভিটা দখলের চেষ্টা চালায়। এছাড়াও তোফায়েল আহমেদের দখলে তাঁর ৩৯ শতক জমি বেদখল রয়েছে। ওই ৩৯ শতক জমি মার্জিয়া আক্তারের নামে জমাভাগ এবং হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করা। মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি, খুন জখম ও উচ্ছেদের হুমকি দিচ্ছে। নিরাপত্তা ও আইনী সহায়তার জন্য তিনি শ্রীপুর থানায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ