গাজীপুরের শ্রীপুরে মা দিবসে বিনামুল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেছে আল-হেরা হাসপাতাল।
রোববার (৮ মে) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন গ্রামের মা-বাবার সেবা কেন্দ্র এ ক্যাম্পের আয়োজন করে। উপজেলার মাওনা’র আল-হেরা হাসপাতাল চিকিৎসা সেবায় সহায়তা করে। বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়।
জানা যায়, প্রতি বছরই মা-বাবার সেবা কেন্দ্রের উদ্দেআগে এ দিনে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সূফী মো. খসরু ভূইয়া জানান, বৃদ্ধ মা-বাবার সেবা করেই তিনি বৃদ্ধ, দুস্থ, রোগগ্রস্থ মা-বাবার সেবায় ব্রতী হন। দীর্ঘ পঁচিশ বছর ধওে তিনি বিনা মূল্যে মানক সেবা করে আসছেন। এরই অংশ হিসেবে রবিবার দিন ব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. আবুল হোসাইন জানান, সমাজ সেবা দায়বদ্ধতা থেকেই তিনি এ সেবায় অংশ গ্রহন করেন। হাসপাতালের কিডনী, মেডিসিন, বক্ষব্যধী, শিশু, ডেন্টাল রোগ বিশেষজ্ঞ সহ সাত জন চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। এতে সহায়তা করেন ৩০ জন স্বেচ্ছাসেবী। প্রায় এক হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হয়।