১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ| ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি| বিকাল ৩:০৬| গ্রীষ্মকাল|

শ্রীপুরে শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, এপ্রিল ১০, ২০২২,
  • 52 বার

গাজীপুরের শ্রীপুরের বারতোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত থেকে বক্তব্য দেন।

শ্রীপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, গত ৮এপ্রিল রাত ৮টার দিকে বাসা থেকে স্থানীয় মসজিদে যাওয়ার পথে স্থানীয় কয়েক ব্যক্তি প্রবীণ এ শিক্ষকের উপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরই তার ছেলে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও কার্যত কোন ব্যবস্থা নেয়নি। আগামী দুই বছর পর এ শিক্ষকের অবসরে যাওয়ার কথা।

তিনি আরো বলেন, প্রবীন এ শিক্ষকের উপর হামলার ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতাশ। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দ্রæত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ