গাজীপুরের শ্রীপুরের বারতোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (১০ই এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেন শিক্ষকরা।
কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় পৌর শাখার সভাপতি মোসাঃ আসমা আফরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক মোঃ শাহ্জাহান, নজরুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন দিপু, মোস্তফা, ওমর ফারুক, দুলাল মিয়া, ওমর ফারুক, মাহিনুর রহমান, মোঃ কামরুল হাসান, মোসাঃ সাজেদা পারভিন, আবু নাঈম প্রমুখ।