১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ| ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি| দুপুর ২:১১| গ্রীষ্মকাল|

শ্রীপুরে জমকালো আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ফেব্রুয়ারি ৯, ২০২২,
  • 71 বার

গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপী আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে দৈনিক যুগান্তরের প্রকাশক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে দৈনিক যুগান্তরের প্রকাশক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দৈনিক যুগান্তর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি দীর্ঘপথ অতিক্রম করে শীর্ষস্থান ধরে রেখে যুগান্তর ২৩বছরে পদাপর্ণ করেছে। আমি যুগান্তরের বর্ষপূর্তিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অগ্রযাত্রার পুরোটার অংশীদার যুগান্তরের পাঠকরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলসহ ব্যতিক্রমী আয়োজন করায় তিনি উপস্থিত সকলকে যুগান্তর পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নেন। প্রকাশক সালমা ইসলামের এ ঘোষণার সাথে সাথে উপস্থিত অতিথি ও দর্শকরা করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রীপুরের গুণীজনদের সম্মাননা দেয়া হয়। এতে স্বাস্থ্য খাতে অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির, জহিরুল ইসলাম জহির, শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় আবেদ আলী গার্লস্ হাই স্কুল, শিক্ষকতায় ফারহানা পাঠান মিতা, লুৎফর রহমান ফরহাদ, উদ্যোক্তা খাতে রুজা হাইটেক লিমিটেডের চেয়ারম্যান এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, সমাজ সেবায় সাদ্দাম হোসেন অনন্ত, আবুল কাশেম ও শেখ মুনজুর হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (৯ ফেব্রæয়ারি) শ্রীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মাকেলের সভাপতিত্বে শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন, পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ্ ও কাউন্সিলর মাসুদ প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান ও এমএ মতিন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, বশির আহমেদ কাজল, সাংবাদিক রুহুল আমিন, যমুনা টেলিভিশনের মহানগর পলাশ প্রধান, জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু, সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম, ত্রিশাল প্রতিনিধি খোরশেদ আলম মুজিব, ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, গফরগাঁও প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাংবাদিক সাদিক মৃধা, বায়েজীদ আকন্দ, সুমন শেখ, আলফাজ উদ্দিন স্বপন, মাহফুজুর রহমান ইকবাল, মাহমুদুল হাসান, সাইফুল আলম সুমন, মোতাহার হোসেন খান, রাতুল মন্ডল, মেহেদী হাসান লিটন, আকরাম হোসেন রিপন, বেলায়েত শেখ, শাহাদত হোসেন, মহিউদ্দিন, মোহাম্মদ আলী বাবুল, মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ