১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ| ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি| বিকাল ৩:৪২| গ্রীষ্মকাল|

টাঙ্গাইলে তিন খুন-দেয়ালে রক্ত দিয়ে লেখা ‘এসব কিছুর জন্য সু‌মির বাবা দায়ী’

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, অক্টোবর ৩০, ২০২১,
  • 81 বার

টাঙ্গাইলের ঘাটাইলে তিনজনের মর‌দেহ ঘ‌রের যে কক্ষ থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে সেই ক‌ক্ষের দেয়া‌লে রক্ত দিয়ে এক‌টি বার্তা লেখা র‌য়ে‌ছে। সেখা‌নে নিহত সু‌মি‌র বাবা‌কে দায়ী করা হ‌য়ে‌ছে। 

রক্ত দি‌য়ে দেয়া‌লে লেখা রয়েছে, ‘এমনটা হ‌তো না য‌দি আমার সু‌মি আমার কা‌ছে থাক‌তো, এসব কিছুর জন‌্য সু‌মির বাবা দায়ী।’

স্থানীয়রা ধারণা কর‌ছেন, মৃত্যুর আগে রক্ত দি‌য়ে এসব কথা ঘ‌রের দেয়া‌লে লি‌খে‌ছে সু‌মির সা‌বেক স্বামী নিহত শাহজালাল ইসলাম সোহাগ।

এর আগে শ‌নিবার (৩০ অক্টোবর) সকা‌লে ঘাটাই‌ল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জয়নুদ্দিনের বাড়ি থে‌কে তিনজনের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

নিহতরা হলেন- কাশতলার খামারপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৫), জয়নুদ্দিনের মা জমেলা বেগম ও সুমির সা‌বেক স্বামী কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে শাহজালাল ইসলাম সোহাগ (৩০)। এ সময় সুমির ছেলে শাফি (৩) আহত হয়েছে।

এদিকে বি‌ভিন্ন এলাকা থেকে লোকজন নিহতদের মর‌দেহ দেখ‌তে ওই বা‌ড়ি‌তে ভিড় ক‌রে‌ছেন। ঘটনাস্থল প‌রিদর্শন করে‌ছেন পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ র‌্যাব, সিআইডি ও পি‌বিআই‌য়ের সদস‌্যরা।

দিগড় ইউনিয়‌নের ৫ নম্বর ওয়ার্ডের সদস‌্য মিনহাজ উদ্দিন জানান, ঘটনা শু‌নেই গি‌য়ে দে‌খি তিনজ‌নের মর‌দেহ ক‌ক্ষে প‌ড়ে আছে। রক্ত দি‌য়ে দেয়া‌লে একটা লেখা র‌য়ে‌ছে। নিহত সু‌মির বাবা‌কে দায়ী ক‌রে লেখাটা লেখা হ‌য়ে‌ছে।

টাঙ্গাইলের পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ব‌লেন, হত‌্যাকাণ্ডে ব‌্যবহৃত এক‌টি ধারা‌লো ছু‌রিসহ অন‌্যান‌্য জি‌নিস উদ্ধার করা হ‌য়ে‌ছে। ঘ‌রের দেয়া‌লে এক‌টি লেখা পাওয়া গেছে। সেটি কার হা‌তের লেখা তা এক্সপার্ট দি‌য়ে যাচাই-বাছাই চল‌ছে। লেখার নমুনা সিআইডি সংগ্রহ ক‌রে‌ছে। তদন্ত ক‌রে প্রকৃত ঘটনা জানা যা‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ