গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন ছাত্রদলের অধীন শাখা সমুহের কমিটি গঠনের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় বাজার এলাকায় নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতে সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান ফকির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আক্তারুল আলম মাষ্টার।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম আকন্দ, মাওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিনহাজ সরকার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার, সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন সরকার, বিএনপি নেতা আবুল বাশার সরকার, জহিরুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আবু জাফর, জিয়াউল রহমান জুয়েল, সুরুজ আহমেদ, নুর মোহাম্মদ খান, আরিফুল ইসলাম সরকার, মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান জামিল, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন প্রমুখ।