নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধুকে কটূক্তি করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল গাজীপুরের শ্রীপুরে পৌর ছাত্রদল।
শনিবার সকাল ১০টায় শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই নং সিএন্ডবি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজন , জেলা ছাত্রদল নেতা আল আমিন মোল্লা, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর মন্ডল প্রমুখ। প্রতিবাদ সমাবেশের পূর্ একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক পদক্ষিণ করে।