সোমবার (২৬জানুয়ারি) দিবাগত রাতে শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। গ্রেপ্তার সাখাওয়াত হোসেন শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের মরহুম মিজানুর রহমান খানের ছেলে।
একটি সূত্র জানায়, রাজধানী ঢাকার এক ব্যবসায়ীর কাছে টাকা নেন। পরবর্তীতে তাকে ওই টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেন। পরে ওই ব্যবসায়ী পাওনা টাকা আদায়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।