গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন গাজীপুর জেলা যুবদল। এসময় জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) শ্রীপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডে বেড়াইদেরচালা, আনসার রোড ও ৮নং ওয়ার্ডের মাওনা চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের পক্ষে প্রচারণা চালান তারা।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি লিয়াকত আলী, বিল্লাল হোসেন, যুগ্ন সম্পাদক শাহজহান সজল, খোকন প্রধান ও রাকিবুল ইসলাম।