গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) অনলাইন ভার্চুয়াল সভায় ব্যাংক কর্মকর্তা সামিউল হকের সঞ্চালনায় উপশাখা কার্যক্রমের উদ্ভোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ঢাকা উত্তরের জোনাল প্রধান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জামিরদিয়া শাখার ব্যবস্থাপক সাইমন পাশা, ভালুকা শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, শ্রীপুর শাখার ব্যবস্থাপক সাইফুল্লাহ্, জামিরদিয়া মাষ্টারবাড়ীর ব্যবসায়ী খাদিজা প্যালেসের মালিক মোহাম্মদ ইব্রাহিম, শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সস্পাদক শফিক সরকার ও যুবদল নেতা আরিফুর রহমান প্রমুখ।