বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো: নাছির মোড়ল। উল্লেখযোগ্য কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে, কোরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন কর্মের উপর কুইজ প্রতিযোগিতা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
সোমবার (৪জানুয়ারী) ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মো: নাছির মোড়লের নেতৃত্বে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের নেতা মো. হৃদয় শেখের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিলের সঞ্চালনা য় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো: নাছির মোড়ল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। এদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে ছাত্রলীগকে সব ভাল কাজে সামিল হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য নেতাকর্মীদের আহŸান জানান। নাছির মোড়ল আগামী কাউন্সিলে গাজীপুর জেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন।
এসময় অনান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা মো. রিদয় শেখ, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাকিল মিয়া, ছাত্রলীগ নেতা মোস্তফা মনোয়ার রাতিন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান দ্বীপ, ছাত্রলীগ নেতা জয়, ছাত্রলীগ নেতা আবির, ছাত্রলীগ নেতা রায়হান অপু, ছাত্রলীগ নেতা সোহান, তারেক, বাপ্পী, রিফাত ও নাঈম।
আলোচনা সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের আত্মা মাগফেরাত কামনা ও দেশরত্ম শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।