নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুক্রবার (১২ জুন) রাতে পা্ইকারী একটি মুদির দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাজারের নিরাপত্তা প্রহরীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। থানায় অভিযোগ দায়েরের ১০ঘন্টার মধ্যেই চুরি যাওয়া মালামাল গুলো উদ্ধার করায় পুলিশের প্রতি বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মনে আস্থার জন্ম হয়েছে।
শুক্রবার (১২ জুন) মধ্য রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার একটি পাইকারী মুদির দোকানের তালা কেটে দোকানে থাকা সাড়ে ৩ লাখ টাকার সিগারেটসহ অন্যান্য মালামাল চুরি করে নেয়। এ ঘটনায় সকালে থানায় দোকানদার রাজা মিয়া (৩৫) অজ্ঞাতদের অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈয়দ আজিজুল হক জানান, অভিযোগ পাওয়া মাত্র পুলিশ পাশের দোকানের একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে মার্কেটের পাহারাদার সফি (৫৫) ও পাশের খাবার হোটলের কর্মচারী সাগর (২৫) কে চোর সন্দেহে আটক করে। আটক করার পর তাদের কয়েকটি ধাপে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের দেয়া তথ্য মতে দু’জনের বাড়ি থেকে চুরি হওয়া মালামাল ও কিছু নগদ টাকা উদ্ধার করতে সক্ষম করা হয়। বাকী মালামাল গুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সাথে আরো কে কে জড়িত তা খতিয়ে দেখে বাকীদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে খুব দ্রুত সময়ের মধ্যে পুলিশের তৎপরতায় মালামাল উদ্ধার হওয়ায় স্থানীয়দের প্রশংসায় ভাসছে সোনারগাঁও থানা পুলিশ। দোকান মালিক রাজা মিয়া বলেন, সকালে দোকানের চুরির বিষয়টি থানায় অভিযোগ আকারে জানানোর পর বিকেলে তা উদ্ধারের খবর পেয়ে আমি পুলিশের প্রতি আস্থা ফিরে পেয়েছি। আমি সোনারগাঁ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।