খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের তাইফাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনা আক্তার বেলছড়ি ইউনিয়নের তাইফাছড়া গ্রামের মো. মজিবুর রহমানের মেয়ে। সে গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।